গত ২৮ জানুয়ারি ২০১৮ খ্রিঃ তারিখ কক্সবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে “Strengthening Meteorological Information Services and Early Warning System (Component A) under Bangladesh Weather and Climate Services Regional Project (BWCSRP)” শীষক প্রকল্পের আওতায় বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ যথা- ঘূর্ণিঝড়, ভুমিকম্প, খরা ও জলবায়ু পরিবতন ইত্যাদি বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির কাযক্রমের আওতায় সেমিনার অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষকসহ বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের কমকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
আবহাওয়ার খবর জানতে ভিজিট করুন-- www.bmd.gov.bd/www.bmd.coxsbazar.gov.bd
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস