Text size A A A
Color C C C C
পাতা

কী সেবা কীভাবে পাবেন

ক্রঃ নং

সেবাসমূহ

সেবা গ্রহণের মাধ্যম

মন্তব্য

ক)

স্থানীয় আবহাওয়া পূর্বাভাস

টেলিফোন, ই-মেইল ও বাংলাদেশ বেতার, কক্সবাজার

 

খ)

নিরাপদ বিমান উড্ডয়নের নিমিত্তে প্রতিকূল আবহাওয়া ও এভিয়েশন পূর্বাভাস

টেলিফোন, সরাসরি

 

গ)

ঝড় সতর্কীকরণ কেন্দ্র, ঢাকা হইতে দীর্ঘমেয়াদী আবহাওয়া পূর্বাভাস

টেলিফোন

 

ঘ)

দুর্যোগকালীন আবহাওয়া পূর্বাভাস

টেলিফোন

 

ঙ)

প্রতিদিনের জোয়ার ভাঁটার সময়সূচী

টেলিফোন, সরাসরি

 

চ)

প্রতিদিনের সূর্যোদয়-সূর্যাস্থের সময়সূচী 

টেলিফোন, সরাসরি

 

ছ)

প্রতিকূল আবহাওয়ায় ভারীবর্ষণের পূর্বাভাস

টেলিফোন

 

জ)

চাঁদ পর্ষবেক্ষণ

টেলিফোন

 

ঝ)

সেহেরী-ইফতার সময়সূচী

টেলিফোন, সরাসরি

 

এছাড়াও স্থানীয় আবহাওয়া সংক্রান্ত যেকোন তথ্য ২৪ ঘন্টা অত্র কার্যালয় হইতে টেলিফোন, মোবাইল ইত্যাদির মাধ্যমে প্রত্যাশি সংস্থাকে নিয়মিত প্রদান করা হয়ে থাকে এবং অন্যান্য তথ্যাদি প্রাপ্তির জন্য ওয়েভ (www.bmd.gov.bd, BMD Weather Apps) ঠিকানায় যোগাযোগ করা যেতে পারে। এছাড়া যে কোন মোবাইল ফোন থেকে সম্পূর্ণ বিনা খরচে 1090 নম্বরে ফোন করে সর্বশেষ আবহাওয়ার তথ্য জানা যাবে।